আমাদের সিলেট ডটকম:
বড়লেখায় মাধবকুন্ড এলাকার ত্রাস সন্ত্রাসের গডফাদার জনতার মূর্তিমান আতংক ডাকাত ও ধর্ষক দক্ষিণভাগ এলাকার গৌড় নগর গ্রামের মৃত জুনাব আলীর পুত্র শাহাব উদ্দিন ও সোজানগর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রবের পুত্র দুর্ধর্ষ ডাকাত একাদিক ডাকাতি মামলার আসামী জাকারিয়াকে শুক্রবার দুপুরে গনপিটুনি দিয়ে জনতা চোখে চুন ঢেলে তাদের দু’চোখ নষ্ট করে দেয়। খবর পেয়ে পরে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে বড়লেখা হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়। এদিকে পুলিশের হাতে হিরামন নামে আরো এক ডাকাত গ্রেফতার হয়।
বড়লেখা থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সমপ্রতি উপজেলার ঘন ঘন ডাকাতি বেড়ে যাওয়ায় জনমনে আতংক ও প্রশাসন উদ্বিগ্ন হয়ে উঠে। পুলিশ ডাকাতদের গ্রেফতার করতে অভিযানে নামে। এরই মধ্যে মঙ্গলবার ( ১ এপ্রিল ) ভোর রাতে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির পর পর পুলিশ স্থানীয় ডাকাত সেলিম আহমদের বাড়িতে অভিযান একখানা গলার চেইন, কানের দুল সহ একটি ম্যাগনেট টর্চলাইট উদ্ধার করলেও সেলিম পালিয়ে যায়। গত ৩ এপ্রিল পুলিশের হাতে গ্রেফতার হয় দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের মৃত: বিরেন্দ্র মালাকারের পুত্র হিরামন মালাকার। এর পরই বেরিয়ে আসে একে একে স্থানীয় ডাকাতদের নাম। পুলিশ অভিযানে নামে।
ডাকাতদের ডাকাতি ও হামলায় অতিষ্ঠ বিক্ষুব্ধ জনতা শুক্রবার কাঠাঁলতলী এলাকায় ডাকাত জাকিরকে গনপিটুনি দিয়ে দুই চোখে চুন ঢেলে চোখ নষ্ট করে দেয়। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে স’ানীয় হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়।
বড়লেখার মাধবকুন্ড এলাকার ত্রাস সন্ত্রাসের গডফাদার মূর্তিমান আতংক ডাকাত ও ধর্ষক দক্ষিণভাগ এলাকার গৌড় নগর গ্রামের মৃত জুনাব আলীর পুত্র শাহাব উদ্দিন যার নাম শুনলে মানুষ ভয়ে আঁতকে উঠে। ৪ এপ্রিল ভোর রাতে ওই এলাকার এক বাড়িতে এক স্কুল ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ওই বাড়ির ও অতিষ্ট এলাকার লোকজন তাকে আটক করে গনপিটুনি দিয়ে চোখে চুন ঢেলে তাদের দু’চোখ নষ্ট করে দেয়। পরে স’ানীয় ইউপি চেয়ারম্যান তাকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম ১ ডাকাত গ্রেফতার ও দুই ডাকাতকে জনতা গনপিটুনি দিয়ে চোখে চুন ঢেলে চোখ নষ্ট করার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এদের বির্বদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। ডাকাতদের গনপিটুনি দিয়ে পুলিশে তোলে সহায়তা করার জন্য জনগনকে ধন্যবাদ জানান তিনি।
বড়লেখায় ৩ ডাকাত আটক দু’জনকে গনধোলাই শেষে চুন দিয়ে চোখ পুড়িয়ে দিল জনতা
Friday, April 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment