আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুটি কেন্দ্রে দিনভর ব্যাপক জাল-ভোট দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত।
সিলেট জেলা দৰিণ জামায়াতের সেক্রেটারি,মুক্তিযোদ্ধা মতিউর রহমান আমাদের সিলেট ডটকমকে জানিয়েছেন, উপজেলার মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও মাথিউরা মাদ্রাসা কেন্দ্রে সকাল থেকে ১৪/১৫ বছর বয়সী কিশোরদের ভোটারদের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার ছবি গণমাধ্যম কর্মীরা ক্যামেরা বন্দি করেছেন।
আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমানের বাড়ি এই এলাকায় হওয়ায় তার পৰে জাল ভোট দিতে এদেরকে লাইনে দাঁড় করানো হয় বলে অভিযোগ করেন মতিউর রহমান। তিনি জানান, এক ব্যক্তি হাতে কালি লাগানো থাকা অবস্থাতেই একাধিক বার ভোট দিয়েছেন। এ সব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা কোন পদৰেপ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান।
No comments:
Post a Comment