আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে সিলেট অঞ্চলে প্রবাসী সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) শুক্রবার সকালে এ মেলার আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২ টায় সিলেট অঞ্চলের প্রবাসী মেলাটি মূলত একটি সমন্বিত মেলা যেখানে এসএমই কনফারেন্স ও ইউক্যাশ ডিস্ট্রিবিউটরস মিটিং অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এতে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসাহ-উদ্দীপনায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মেলায় যোগদান করেন এবং ইউসিবি’র প্রবাসী, এসএমই ও মোবাইল আর্থিক পরিসেবাসহ বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত হন।
প্রধান অতিথির বক্তব্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আরী বলেন, দেশের বৃহত্তম বেসরকারী বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তার প্রতিষ্ঠাকালীন সময় ১৯৮৩ সাল থেকে সর্বদা অভ্যন্তরীণ ও প্রবাসী সকল গ্রাহকের জন্য আধুনিক সেবা ও পণ্যের নিশ্চয়তা দিয়ে আসছে।
বিশ্বনাথে ইউসিবিএল-এর প্রবাসী সেবা মেলা
Friday, April 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment