সিলেট মহানগরীতে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শনিবার

Thursday, April 3, 2014

আমাদের সিলেট ডটকম:

আগামী ৫ এপ্রিল শনিবার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল ভিটামিন ‘এ’ খাওয়ানোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সিলেট মহানগর এলাকায় অবস্থিত স্থায়ী, অস্থায়ী, ভ্রাম্যমান কেন্দ্রসমূহে এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এবার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৬৭ হাজার ৯শ ৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, যার মধ্যে ৫৬২ জন প্রতিবন্ধী শিশুও রয়েছেন।

এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুধাময় মজুমদার জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য নিরাপদ, তাই আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ক্যাম্পেইনে নিয়োজিত স্বেচ্ছাসেবী, এনজিও কর্মীদের সহযোগিতার জন্যও তিনি সকলের প্রতি আহবান জানান।

ক্যাম্পের সংক্রান্ত যেকোন তথ্যের জন্য নিকটস্থ সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী, মাঠ কর্মী এবং এনজিও কর্মীদের নিকট থেকে জানা যাবে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৬-১৪০৫০২ নম্বর করলে জানা যাবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License