সিলেটে ট্যাংক লরি ধর্মঘট ॥ বিভিন্ন পেট্রল পাম্পে জ্বালানি তেলের
সংকট ॥ ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে পেট্রলপাম্প ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক : সিলেটে ট্যাংক লরি ধর্মঘটের দ্বিতীয়দিন চলছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে বিভিন্ন পেট্রল পাম্পে ইতোমধ্যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগের পেট্রল পাম্প, সিএনজি স্টেশন ও ট্যাংক লরি মালিকরা ট্যাংক লরি শ্রমিকদের এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন।
রবিবার ৩০ মার্চ রাত ৮টায় সিলেট মহানগরীর মিরাবাজারে বাংলাদেশ পেট্রলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর, এজেন্টস এবং পেট্রলপাম্প ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ সিএনজি স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কস এসোসিয়েশন, সিলেট বিভাগ ট্যাংক লরি মালিক সমিতি ও সিলেট বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএনজি স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কস এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মাহমুদ, আমিরুজ্জামান চৌধুরী, মোস্তফা কামাল, সাজুয়ান আহমদ, শফিকুল ইসলাম, ফয়জুল ইসলাম, ফয়েজ উদ্দিন আহমদ, মো. ইউসুফ আলী, সিরাজুল হোসেন আহমদ, আখতার ফারুক লিটন ও আব্দুল মোনায়েম চৌধুরী। এছাড়া অন্যান্য নেতাও এসময় উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment