আমাদের সিলেট ডটকম ডেস্ক:
ভারতীয় এক ‘ক্রিকেট জুয়াড়িকে’ যশোরের বেনাপোল থেকে আটক করেছে যৌথবাহিনী।
আটক অতুনু দত্ত (৪০) ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার দিনেশ পল্লী মিউনিসিপাল পার্ক এলাকার মনিন্দ্র দত্তের ছেলে। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলায় জুয়াড়ি হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি মো মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল বাজার থেকে আটক অতুনু দত্তর (৪০) বিরুদ্ধে দেশ ত্যাগের ওপর ঢাকার উচ্চ মহল থেকে নিষেধাজ্ঞা ছিল। এ জন্য গত তিন দিন ধরে ইমিগ্রেশন এলাকায় ‘রেড এলার্ট’ চলছিল বলেও জানান তিনি। অতনু চোরাচালানির সঙ্গেও জড়িত থাকতে পারেন বলে জানান ওসি।
অতুনু দত্ত গত ১৫ মার্চ ভারতীয় পাসপোটের্র (পাসপোর্ট নং-জে-৮১৯৮৮৭৮) মাধ্যমে বাংলাদেশে আসেন। তার ভিসার মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। এর পরও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছিলেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অতনু বেনাপোলের একটি অফিসে বসে অন্য লোকের মাধ্যমে তার পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠিয়ে দেন।
আগে থেকে নিষেধাজ্ঞা থাকায় পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেয়ার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট বহনকারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বেনাপোল বাজারের একটি অফিস থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় ‘ক্রিকেট জুয়াড়ি’ আটক
Friday, April 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment