আমাদের সিলেট ডটকম:
মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ভাড়া করা একটি যাত্রী বাহি কোচ (নং ঢাকা-মেট্রো-ব, ১৪-৩২৫৭) কুলাউড়া-মৌলভীবাজার সড়কে রাজনগর উপজেলার ইলাসপুর এলাকায় দূর্ঘটনা কবলিত হয় । ফলে কোচের যাত্রীদের মধ্যে ১২ জন যাত্রী মারাত্মক ভাবে আহত হন। তাদের কে রাজনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ।
আহত যাত্রী টাঙ্গাইল নয়ন খান উচ্চ বিদ্যালয়ের এই বছরের এ্সএসসি পরীক্ষাথী মো. আব্দুল আলী (১৮) জনায়, তাবলীগ জামাতের ৪০ জন সদস্য নিয়ে কোচটি ঢাকার কাকড়াইল থেকে রাজনগর আসছিল। দিবাগত রাত অনুমান ৫টার সময় চালক রাজনগর উপজেলার ইলাসপুর এলাকায় একটি মোড় নিতে গিয়ে সম্পূর্ণ রূপে উল্টে যায়। ঐ সময় যাত্রীরা ঘুমে ছিলেন। চালক ও চালক সহকারী পলাতক রয়েছে।
রাজনগর থানার ওসি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোচটি উদ্ধার করা হয়নি।
কুলাউড়া–মৌলভীবাজার সড়কে যাত্রীবাহী কোচ দুর্ঘটনা কবলিত : ১২ জন আহত
Tuesday, April 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment