পালিয়ে রক্ষা পেলেন ইমরান

Friday, April 4, 2014

শীর্ষ নিউজ ডটকম, ঢাবি : শাহবাগে গণজাগরণ মঞ্চের ইমরান নেতৃত্বাধীন গ্রুপ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশে পুলিশের হামলায় পালিয়ে রক্ষা পেলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।


জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের ইমরান নেতৃত্বাধীন গ্রুপ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গ্রুপের সমাবেশ ছিল।


কিন্তু পুলিশ উভয়গ্রুপের কাউকেই শাহবাগে দাঁড়াতে দেয়নি। ইমরান নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের কর্মীরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।


পরে আবার ইমরান নেতৃত্বাধীন মঞ্চের কর্মীরা শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময় মঞ্চের কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও তর্ক-বিতর্ক হয়। এ সময় মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী ওরফে বাঁধন, ইমরান এইচ সরকারসহ অন্যদের বেধড়ক লাঠিপেটা করে পুলিশ।


পরে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।


উল্লেখ্য, বৃহস্পতিবার নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বে গণজাগরণ মঞ্চের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। যার একপক্ষে ছিল ইমরান এইচ সরকার নেতৃত্বাধীন গ্রুপ। অপরপক্ষে ছিল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা-কর্মীরা।


ইমরান নেতৃত্বাধীন গ্রুপ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতা-কর্মীদের ছাত্রলীগ ও যুবলীগ বলে আখ্যায়িত করে।


ইমরানকে অবাঞ্ছিত ঘোষণা


মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মঞ্চের একাংশের সদস্যরা।


শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই অংশের সংগঠকরা এই ঘোষণা দেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এফ এম শাহীন বলেন, ডা. ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চ আন্দোলনের সাময়িক মুখপাত্র নিযুক্ত হয়ে স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়ম করেছেন। তিনি নেতৃত্ব দিতেও ব্যর্থ হয়েছেন। আন্দোলনের ফসলকে নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণিত অপচেষ্টা চালিয়েছেন তিনি। তাই তাকে গণজাগরণ মঞ্চ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হল।


তিনি বলেন, ইমরান বিভিন্ন ব্লগের সঙ্গে সম্পৃক্ত প্রগতিশীল ব্লগার এবং মুক্তিযোদ্ধাদের বিতর্কিত এবং লাঞ্ছিত করে অপসারণের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গণজাগরণকে যেন কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করে আসছিলাম।


তিনি আরো বলেন, ইমরান এইচ সরকার দেশি এবং প্রবাসী বাঙ্গালিদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহের মাধ্যমে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। এমতাবস্থায় গণজাগরণের চেতনাকে সমুন্নত রাখতে স্বেচ্ছাচারী এবং আর্থিক দুর্নীতিগ্রস্ত ইমরান এইচ সরকারকে গণজাগরণ মঞ্চ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হল।


এসময় সংবাদ সম্মেলনে ঢাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান প্রিন্স, রাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License