গোলাপগঞ্জকে মডেল উপজেলা হিসাবে গড়তে সকলের সহযোগীতা চাই – হাফিজ নজমুল ইসলাম

Wednesday, April 2, 2014

আমাদের সিলেট ডটকমঃ

গোলাপগঞ্জ উপজেলার নব-নির্বাচিত পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম বলেছেন, সকলের সার্বিক সহযোগীতায় গোলাপগঞ্জকে মডেল উপজেলা হিসাবে গড়তে চাই। দূর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে সকলের আন-রিক প্রচেষ্ঠা ছাড়া গোলাপগঞ্জকে একটি আদর্শ উপজেলা গড়া সম্ভব নয়। তিনি সকল অনিয়ম দূর, মাদক মুক্ত ও সুষম উন্নয়ন সাধনের জন্য জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সহযোগীতার আহবান জানান।

বুধুবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হকের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহানা হোসাইন, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, বাদেপাশা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম আছকির, আমুড়া ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন মাস্টার, ফুলবাড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনসার মিয়া প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এছাড়া একই স’ানে সদস্যদের উপসি’তিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এদিকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম গতকাল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করায় তাঁকে ফুলের তোড়া দিয়ে উপজেলা পরিষদে স্বাগত জানান গোলাপগঞ্জ উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, সদস্য সচিব জিন্নুর আহমদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুল কাইয়ুম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলাউদ্দিন, কাউন্সিলর গোলাম মোস-ফা মুসা, ছাত্র নেতা হাবিবুলৱাহ দস্তগীর, ফুলবাড়ী ইউনিয়ন আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন, আমুড়া ইউনিয়ন আহ্বায়ক সৈয়দ বদরুল ইসলাম, মাওলানা আব্দুল খালিক প্রমুখ।

এছাড়া বেলা ৩টায় নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম, ঢাকাদক্ষিণ লাইটেস সমিতি, গোলাপগঞ্জ মটর শ্রমিক যুব কল্যাণ সমিতি, ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা শাখা, লক্ষ্মীপাশা ইউনিয়নবাসী, গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডবাসী ও নিশ্চিন্তগ্রাম বাসীর পক্ষ থেকে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License