আমাদের সিলেট ডটকম:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের ষোলঘর হাওরের একটি পুকুর সেচে মাছ ধরাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৪জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১০জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বনগাঁও গ্রামের পশ্চিমের হাওরের পুকুরে গতকাল মঙ্গলবার সাড়ে ১২টায় বনগাঁও গ্রামের আলমাছ আলীর ভাতিজা রুমেল মিয়া মেশিন বসিয়ে পুকুর সেচের কাজ শুরু করলে একই গ্রামের আশিক মিয়া ওই পুকুরে নিজের মালিকানা দাবি করে পুকুর সেচ কাজ বন্ধ করতে বাধা দেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আশিক মিয়া (৫৫), ইদ্রিছ আলী (৭০), আবু হেনা (১৪), রাজু আহমদ (১৮) গুলিবিদ্ধ হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।
জগন্নাথপুরে পুকুর সেচকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ১০
Tuesday, April 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment