আমাদের সিলেট ডটকম:
৩৬০ আউলিয়াসহ অগুনতি জ্ঞানীগুনি সাধুপুরুষের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক ভূমি, অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য বান্ধব পরিবেশে ১৭মার্চ থেকে ০৩এপ্রিল পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি ২০ বিশ্বকাপের ২৮টি ম্যাচ শান্তিপূর্ণ সফল হওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী আইসিসি, বিসিবি কর্মকর্তা, কর্মচারী সহ সিলেটের সর্বস্তরের ক্রীড়ামোদিসহ নগরবাসীকে অভিনন্দন জানিয়েছেন। ’
বৃহস্পতিবার এক বার্তায় মেয়র সিলেটের ভেন্যুতে টি ২০ ম্যাচ আয়োজনে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুমতি প্রদান করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মেয়র আরও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে। কেননা এম সাইফুর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারনেই সিলেট তথা দেশবাসী প্রকৃতি বান্ধব এ স্টেডিয়াম পেয়েছিল। তার রেখে যাওয়া এ কর্মকে যথাযথ পর্যায়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিশ্বের ক্রিকেটে ইতিহাসে সিলেটকে সমৃদ্ধ করায় মেয়র সিলেেেটর আরেক কৃতি সন্তান বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রতিও বিন¤্র শ্রদ্ধা, কৃতজ্ঞা জ্ঞাপন করেন। এছাড়া মেয়র বলেন, বাংলাদেশের মধ্যে সিলেট নগরী গোটা বিশ্ববাসীর কাছে আলাদাভাবে সমাদৃত। সেকারনে রয়েছে বহুল পরিচিতিও। দুনিয়ার সর্বত্র সিলেটীদের গৌরবোজ্জ্বল পদচারনা সচেতন ব্যক্তিমাত্র অবগত। আধ্যতিœকতা সহ সভ্য সংস্কৃতির প্রবাহ ধারার পাশাপাশি প্রকৃতির নৈসর্গিকতাও সিলেটে বিদ্যমান। তিনি বলেন, নানাবিধ সীমাবদ্ধতা সত্তে¡ও টি ২০ উপলক্ষে সিলেটকে সাজানো হয়েছিল নান্দনিক সাজে। মেয়র আশা প্রকাশ করে বলেন, সিলেটের দৃষ্টিনন্দন পরিবেশ বিদেশী মেহমানদের মন জয় করতে সক্ষম হয়েছে। আগামীদিন তা তাদের স্মৃতি সুখকে পুলকিত করার পাশাপাশি এর মধ্যে দিয়ে ক্রিকেট বিশ্বে সিলেট নতুন এক তীর্থ ভূমিতে পরিণত হয়ে উঠবে বলে তিনি মনে করেন।
সিলেট টি ২০ বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন হওয়ায় মেয়রের অভিনন্দন
Thursday, April 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment