আমাদের সিলেট ডটকমঃ
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে রাস্তার পাশ থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি পরিচয় জানা গেছে।
তিনি উপজেলা বাঘা ইউনিয়নের তুড়-কভাগ হাতিমনগর প্রকাশিত খালপাড় গ্রামের মৃত রইছ মিয়ার পুত্র হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুছ(৬৫)।
প্রাপ্ত সংবাদে জানা যায়, বুধবার সকালে ফজরের নামাজ আদায় করে ঘরে ফেরার পথে স’ানীয় মোল্লাগ্রামের মামুনুর রশিদ নুর তার বাড়ির গেইটের সামনে গ্রাম্য রাস-ার এক পাশে ঘাসের উপর একজন লোক মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। পরে তার পাশে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা এসে জড়ো হয়।
পরে ইউপি সদস্য, চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দিলে সকাল ১০টার দিকে এসআই আব্দুল মালিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
পুলিশ ও প্রত্রক্ষদর্শীর সূত্রে জানা যায়, এটা কোন রহস্যজনক মৃত্যু নয়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান, লাশের সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন না থাকায় ও স্বজনেরা জানিয়েছেন, তিনি পূর্ব থেকেই হার্ট ও প্রেসারের রোগী ছিলেন। তাই স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হয়ে নিহত আব্দুল কুদ্দুছের লাশ পোস্টমোর্টম ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
Wednesday, April 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment