আমাদের সিলেট ডটকম:
ছাতকে ভুল চিকিৎসায় শিশু শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে জাবা মেডিকেল নামে একটি প্রাইভেট ক্লিনিক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মৃত্যবরণকারী শিশুটির নাম রণজিৎ দাস (১১)। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঝামুড়া গ্রামের মতীন্দ্র দাসের ছেলে এবং ঝামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার সকাল ১০টার ওই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকে ভাঙচুর চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
মৃতের পারিবারিক সূত্র জানায়, বুধবার দিনগত রাতে রণজিৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ছাতকের জাবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। রাতেই দায়িত্বরত চিকিৎসক শিশুটির অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে তাৎক্ষণিকভাবে অপারেশন করেন। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আরেকটি অপারেশন করাতে হবে বলে শিশুকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাকে ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান ৪/৫ ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী জাবা মেডিকেলে ভাঙচুর চালায়।
এ ব্যাপারে জানতে জাবা মেডিকেল সেন্টার কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল মুন্সী জানান, ভুল চিকিৎসার শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ক্লিনিক ভাঙচুর করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
No comments:
Post a Comment