বিভাগীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলেট রানার্সআপ সুনামগঞ্জ ॥ ফলাফল নির্ধারিত হলো বড় ব্যবধানে

Saturday, April 5, 2014

বিভাগীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলেট রানার্সআপ


সুনামগঞ্জ ফলাফল নির্ধারিত হলো বড় ব্যবধানে


ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট বিভাগীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল চ্যাম্পিয়ন ও সুনামগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল রানার্সআপ হয়েছে।

শনিবার ৫ এপ্রিল বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলার সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল ৫-০ গোলে সুনামগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা দলকে পরাজিত করে।

এই টুর্নামেন্টে অংশ নেয় 'সুরমা' ও 'কুশিয়ারা' অঞ্চল নামে বিভক্ত সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও হবিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল।

খেলা অনুষ্ঠিত হয় নকআউট পদ্ধতিতে। প্রথম খেলায় অংশ নিয়ে 'সুরমা' অঞ্চলের সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল টাইব্রেকারে ১-০ গোলে হবিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা দলকে পরাজিত করে ফাইনালে উঠে।

দ্বিতীয় খেলায় 'কুশিয়ারা' অঞ্চলের সুনামগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল ১-০ গোলে মৌলভীবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থা দলকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

ফাইনালের শুরুতেই সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল প্রচণ্ড চাপ সৃষ্টি করে খেলতে থাকে। এতে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে সুনামগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল। এই সুবাদে সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল খুব সহজেই গোলের বড় ব্যবধানে বিজয় নিশ্চিত; কিন্তু সুনামগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা দল গোল করার কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।

গোল করেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থা দলের রূপা নায়েক, শ্যামলী বসাক, মুছলিমা আক্তার ও সাদিয়া রহমান। এরমধ্যে শ্যামলী বসাক ২টি এবং অন্যরা ১টি করে গোল করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License