আমাদের সিলেট ডটকম:
অবশেষে বিয়ানীবাজারে সুকৌশলে বিজয়ী দেখানো হলো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান খানকে। আর দ্বিতীয় স্থানে রাখা হয়েছে আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লবকে।সিলেট জেলা জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘প্রশাসনিক ক্যু’র মাধ্যমে কৌশলে তাদের প্রার্থীর বিজয়ী ছিনতাই করা হয়েছে।
রাত পৌনে ১২টার দিকে উপজেলার ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ হলে উপজেলা রিটার্নিং অফিসার আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
বেসরকারি ফলাফলে তার প্রাপ্ত ভোট ২০ হাজার ৫শ’ ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবুল কাশেম পল্লব পেয়েছেন ১৯ হাজার ১৩৩ ভোট। জামায়াত প্রার্থী মাওলানা ফয়জুল ইসলাম ১৮ হাজার ৬১২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। চতুর্থ অবস্থানে থাকা বিএনপি’র এমএ মান্নান পেয়েছেন ১৭ হাজার ৮০১ ভোট।
সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান অভিযোগ করেছেন,স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপের মুখে নতি স্বীকার করেছে প্রশাসন। তিনি জানান, কৌশলে বিভিন্ন কেন্দ্রে আগে থেকেই রেজাল্ট শীটে ভোটের অংক কথা লেখা হয়নি। যার কারণে,স্থানীয়ভাবে এজেন্টদের কাছ থেকে সংগৃহীত ভোটের সংখ্যার সাথে প্রশাসনের ঘোষিত সংখ্যার ব্যাপক ফারাক লক্ষ্য করা গেছে। এছাড়া, বিভিন্ন কেন্দ্রে তৃতীয় ও ৪র্থ স্থানে প্রার্থীর ভোট সংখ্যাতেও গড়মিল লক্ষ্য করা গেছে। এ অবস্থায় ধারণা করছি, প্রশাসনিক ক্যুর মাধ্যমে আমাদের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। তিনি জানান, যথাযথভাবে গণনা করে দেখা গেছে, জামায়াত সমর্থিত প্রায় মাওলানা ফয়জুল ইসলাম প্রায় সাড়ে ৯ শ’ ভোটে এগিয়ে আছেন। মুক্তিযোদ্ধা মতিউর জানান, আজ কালের মধ্যেই সংবাদ সম্মেলন করে ভোট নিয়ে এই কারসাজির গোমর ফাঁস করা হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
বিয়ানীবাজারে অবশেষে সুকৌশলে বিজয়ী দেখানো হলে আ’লীগ প্রার্থী আতাউরকে, জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ জামায়াতের
Monday, March 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment