আমাদের সিলেট ডেস্ক:
কানাডায় পদ্মাসেতু দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ রোববার। টরন্টোয় অন্টারিও সুপিরিওর কোর্ট অব জাস্টিসের কক্ষে দু’দিনব্যাপী এই শুনানিতে এবার গুরুত্ব পাবে আবুল হাসান চৌধুরীর বিষয়টি।
এর কারণ হিসেবে জানা গেছে, মামলার পাঁচ আসামির মধ্যে চারজনই কানাডিয়ান। একমাত্র আবুল হাসান চৌধুরীই বাংলাদেশি নাগরিক।
আর এ জন্য আবুল হাসান চৌধুরীর আইনজীবী ব্রায়ান গ্রিনস্পেন বিচারক নর্ডি হেইমারের আদালতকে চ্যালেঞ্জ করে জানতে চেয়েছেন, কোনো বিদেশি নাগরিকের বিচার কানাডার আদালত করতে পারে কী-না। গ্রিনস্পেনের এ আবেদনের ওপর শুনানিতে সম্মতি দিয়েছেন আদালত।
আজ রোববারের শুনানিতে আবুল হাসান চৌধুরীর পক্ষে যুক্তি তুলে ধরবেন তার আইনজীবী গ্রিনস্পেন।
কানাডায় পদ্মাসেতু মামলার শুনানি আজ
Saturday, April 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment