আমাদের সিলেট ডটকম:
সিলেটের সীমান্ত দিয়ে পাচারের জন্য আনা ডিজেল আটকের পরও ছেড়ে দেয়ার প্রতিবাদে ট্যাংক লরি শ্রমিকের অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
জেলা প্রশাসনের সাথে জ্বালানী ব্যবসায়ী ও ট্যাক লরি শ্রমিক নেতৃবৃন্দের এক যৌথ সভায় তেল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠনের আশ্বাসের প্রেক্ষিতে ট্যাংক লরি শ্রমিক সংগঠন তাদের ধর্মঘট সাময়িত স্থগিত করার ঘোষণা দিয়েছে।
গত রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ সভায় সিলেট জেলা ট্যাক লরি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এজেন্ট্স এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান, পুলিশ সুপার নুরে আলম মিনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম নুরুল হক উপস্থিত ছিলেন।
সভায় গত ১৮ মার্চ সিলেটে পাচারের জন্য আনা ডিজেল আটক করে থানায় দেয়ার পরও পুলিশ তা ছেড়ে দেয়ার ঘটনার তদন্তের লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ১০ দিনের মধ্যে তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের চিহ্নি করে প্রতিবেদন প্রদান করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এই সময়ের মধ্যে দক্ষিণ সুরমা থানায় দায়ের করা মামলায় কাউকে হয়রানী বা গ্রেপ্তার না করারও নির্দেশ দেয়া হয়। তদন্ত সাপেক্ষে দোষী হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস এজেন্ট্স এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি আব্দুলাহ আল মাহমুদ, সহ সভাপতি মির্জা হেলাল উদ্দিন, আলহাজ্ব মুজিবুর রহমান মানিক, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ সিরাজুল হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আখাতর ফারুক লিটন প্রমুখ, ট্যাক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি চেরাগ আলী, সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।
প্রসঙ্গত: ভারতে পাচারের উদ্দেশ্যে নারায়নগঞ্জ থেকে আনা এক ট্যাংকলরি বোঝাই ডিজেল গত ১৮ মার্চ আটক করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেন সিলেট জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। কিন্তু রহস্যজনক কারণে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন সভাপতি ও পুলিশের কয়েক জন উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে ঐ ট্যাংক লরিটি ছেড়ে দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ডাক দেয়। তাদের এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সিলেটের জ্বালানী ব্যবসায়ীদের ৪টি সংগঠন।
জেলা প্রশাসনের সাথে বৈঠকে তদন্ত কমিটি গঠন ট্যাংক লরি শ্রমিকদের ধর্মঘট স্থগিত
Monday, March 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment