ছাতকের প্রবাসীর বাড়ীতে দুধর্ষ ডাকাতি ২৫ লক্ষ টাকার মালামাল লুট:আহত- ১

Tuesday, April 1, 2014

আমাদের সিলেট ডটকম:

ছাতকের প্রবাসীর বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘঠনা ঘঠেছে।

গত সোমবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে ক্ষতিগ্রস্থ প্রবাসী পরিবারটি দাবি করেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করেছে।

প্রবাসী পরিবার ও পুলিশ সূত্র থেকে জানা যায়,গত সোমবার দিবাগত রাত প্রায় ২ ঘটিকার সময় ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের আসাকাচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী মাসুক মিয়ার বাড়ীতে ৩/৪ মুখোশধারী সহ ১৫/১৬ জনের একদল অস্ত্রধারী ডাকাত দল বাড়ীর কেসি গেইটের তালা ভেঙ্গে এবং ঘরের ছিটকারী ভেঙ্গে ঘরে ডুকে সবাইকে অস্ত্র দেখিয়ে হাত-পা বেধে সব ঘরের আলমিরা ও ওয়াড্রপ ভেঙ্গে ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লক্ষ টাকা ও নগদ ২ হাজার পাউন্ড সহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের হামলায় প্রবাসীর ছোট ভাই জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছে। তাহাকে প্রথমে কৈতক ২০ শয্যা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, যুক্তরাজ্য প্রবাসী হাজী মাসুক মিয়া গত ৩০ মার্চ রবিবার যুক্তরাজ্য থেকে দেশে আসেন। ডাকাতির সময় ডাকাতদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ফেলে যায়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী চরমহল্লা থেকে জাউয়া বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সিলেট সুনামগঞ্জ মহা সড়কে বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা আগুন জালিয়ে সড়ক অবরোধ শেষে জাউয়া বাজারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে ডাকাতি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, জাউয়া বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকলুছ মিয়া, সাইদুল হক সবজিল, মুহিবুর রহমান, সেলিম আহমদ, আনোয়ার হোসেন আলী, আজির উদ্দিন, কামরুল ইসলাম, কামাল হোসেন, সেলিমবক্স, গৌছ উদ্দিন, পারভেজ আহমদ রাজু, ছায়েম বক্স, মুক্তার আহমদ, হুশিয়ার আলী, ইলিয়াস আলী ও সিদ্দিকুর রহমান সহ এলাকার সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন। ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেমায়েতুল ইসলাম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুনসি ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মোঃ নজরুল ইসলাম ঘটনা স্থল পরির্দশন করেন। এ ডাকাতির ঘটনার মামলা দায়েরের প্রস্তুস্থি চলছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License