মোহনা টিভির ক্যামেরাম্যান ফেরদৌসের মাথায় অস্ত্রোপচার হামলাকারী ৭ ছাত্রলীগ ক্যাডারের বিরুদ্ধে মামলা

Sunday, March 30, 2014

আমাদের সিলেট ডটকম:

গত ২৩ শে মার্চ ৪র্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় দায়িত্ব পালন করতে গিয়ে রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার দৃশ্য ধারণ করায় সন্ত্রাসীদের হামলায় আহত মোহনা টিভির ক্যামেরাম্যান ফেরদৌস আহমদের মাথায় রক্তক্ষরণ হওয়ায় শনিবার বিকেলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে সফল অস্ত্রোপচার করা হয়েছে।

নিউরো সার্জারি বিভাগে বিভাগীয় প্রধান ডা. রাশেদুন্নবী, ডা. রাশেদুল ইসলাম ও ডা. জালাল উদ্দিন সমন্বয়ে গঠিত একটি টিম এই জটিল অপারেশনটি সম্পন্ন করেন। রাতে ফেরদৌস আহমদের জ্ঞান ফিরে আসলে তার পাশে সিলেট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে দেখতে ওসমানী হাসপাতালে যান। এ ঘটনায় কানাইঘাট থানায় ৭জনকে আসামী করে মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান কানাইঘাট থানায় এজাহার দায়ের করেছেন। কানাইঘাট থানায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ও ৩৭৯ ধারায় দ:বি: আইনে উক্ত মামলা গ্রহণ করে, যার নং-২১, তাং-৩০/০৩/২০১৪ইং। এদিকে এ ঘটনায় ইতিমধ্যে নিন্দা জানিয়েছেন মোহনা টেলিভিশনের চেয়ারম্যান ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।এদিকে রোববার কানাইঘাট থানায় সন্ত্রাসী আলম,জাকির,রুবেল,বাশার,বাদশা,ইকবাল ও আনোয়ার সহ গং আরও ৪-৫ জনকে আসামী করে মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। কানাইঘাট থানায় উক্ত মামলা আমলে নিয়ে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরদৌস আহমদ সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License