এবারের এস.এস.সি পরীৰা ২০১৪ইং সিলেট শহরতলী হাজী মোহাম্মদ সফিক হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে মেধাবী ছাত্রী ইমরানা আক্তার মিলি চৌধুরী।
সে সিলেট শহরতলীর ৫নং টুলটিকর ইউনিয়নের ৩০/বি (মিয়ারবাগ) টুলটিকর আ/এ বাসিন্দা। তার পিতা মরহুম সোনা মিয়া, মাতা- মোছাঃ সালমা বেগম ও বড় ভাই টুলটিকর সমাজ কল্যাণ সমিতির সভাপতি। ইমরানা আক্তার মিলি চৌধুরী মানব সেবায় ব্রত হওয়ার জন্য ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তার এই সাফল্যের জন্য স্কুলের শিৰক-শিৰিকা, মাতা ও ভাই বোনের কাছে চিরকৃতজ্ঞ। আগামীর সফলতায় সে সকলের নিকট দোয়া প্রার্থী।
জিপিএ-৫ ইমরানা আক্তার মিলি ডাক্তার হতে চায়
Tuesday, May 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment