আমাদের সিলেট ডটকম:
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জের সদরঘাট বাজারে রাস-া পারাপারের সময় এক মর্মানি-ক সড়ক দূর্ঘটনায় আব্দুর রশিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটেছে। নিহত রশিদ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ইসলামপুর গ্রামের মৃত নজাফত উল্লার ছেলে। ঘটনার পর পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখায় যানচলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় লোকজন জানান, নিহত আব্দুর রশিদ সদরঘাট বাজার থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী প্রাইভেট মাইক্রোবাস তাকে চাপা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
এদিকে, রশিদের মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে রাখলে উভয় পাশে শত শত গাড়ী আটকা পড়ে। ঘাতক গাড়ীটি ওই সড়কের পানিউমদা বাজারে আটকের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে ১ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রন করে যানচলাচল স্বাভাবিক করে।
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
Friday, May 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment