আমাদের সিলেট ডটকম:
সিলেটে ওসির কাজ তদারকি করবে ১৫ আইনশৃঙ্খলা কমিটি। এ জন্য সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ডে পৃথক ১৫টি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।রবিবার দুপুরে মহানগরীর কতোয়ালি থানা আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে পুলিশ কমিশনার মিজানুর রহমান পিপিএম এ সিদ্ধান্ত নেন।
জনতার অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে কমিশনার বলেন- ভাল কাজ করলে প্রশংসা পাবেন নতুবা ‘আস-সালামু আলাইকুম’ অর্থাৎ বিদায়। নিজের কর্মদক্ষতার ব্যাপারে কমিশনার মিজানুর রহমান বলেন, আমি নিজেও যদি ভালো কাজ দেখাতে না পারি, তাহলে আমি নিজেও ‘আস-সালামু আলাইকুম’ (বিদায়) বলবো।
অনুষ্ঠানে ওসি আতাউর রহমানকে উদ্দেশ করে পুলিশ কমিশনার বলেছেন, ঢের অভিযোগ শুনেছি, আর নয়। এখন থেকে সরাসরি অ্যাকশন নিতে হবে। এর জন্যে কোতোয়ালি থানার অন-র্গত সিটি করপোরেশনের ১৫ওয়ার্ডে আগামী এক মাসের মধ্যে পৃথক ১৫টি আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
কমিটিতে মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমাধ্যমের প্রতিনিধি রাখার পরামর্শ দিয়ে কমিশনার বলেন- এখন থেকে এই কমিটির সদস্যরা ওসির কাজের মূল্যায়ন করবেন।
সিলেট ‘ওসির কাজ তদারকি করবে ১৫ আইনশৃঙ্খলা কমিটি’
Sunday, May 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment