আমাদের সিলেট ডটকম:
সকাল থেকে ফলপ্রার্থীদের অপেক্ষার প্রহর শেষ হল বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস আর উল্লাসের মধ্য দিয়ে। রোদেলা দুপুরে সাফল্যে গাথা ফলাফল অর্জনে ছাত্র শিক্ষক সবার মধ্যেই ছিল আনন্দের অনুরনন। নিকটজনদের সাফল্যের খবর জানানো, মিষ্টি বিতরণ আর শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবনত কৃতজ্ঞতা প্রকাশের মধ্যেই বিজয়ীদের তৃপ্তির বহি:প্রকাশ ঘটে। এমন চিত্রই ছিল গতকাল ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসায়। এবার ৩২টি এ প্লাস, ২শ ১৬ জনের কৃতকার্য আর বিভাগের মধ্যে টপ টুয়েন্টিতে প্রথম স্থান অর্জন করায় সন’ষ্ট শিক্ষক শিক্ষিকা থেকে নিয়ে অভিভাবকরা। তবে সৃজনশীল পদ্ধতি চালু করায় এ প্লাস প্রাপ্তির হার গতবারের চেয়ে কিছুটা কমেছে বলে শিক্ষকদের অভিমত। পাশের হার ৯৬ দশমিক ৪২ শতাংশ।
জামেয়ার অধ্যক্ষ জানান, এবার মোট ২শ ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২শ ১৬ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১শ ৩২ জন অংশ নিয়ে এ প্লাস পেয়েছে ৩০ জন। সাধারণ বিভাগে ৯২ জন অংশগ্রহণকারীর মধ্যে এ প্লাস পেয়েছে ২ জন। উভয় বিভাগে মোট অকৃতকার্য হয়েছে ৮ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাশের হারের দিক দিয়ে এবার কিছুটা পিছিয়ে। গত বছর ১শ ৭৫ জন অংশ নিয়ে পাশ করেছিলো ১শ ৭২ জন। পাশের হার ছিল ৯৮ দশমিক ২৮ শতাংশ। আর এবার ২শ ২৪ জন অংশ নিয়ে পাশ করেছে ২শ ১৬ জন। উভয় বিভাগে এ গ্রেড পেয়েছে ১শ ৬০ জন, এ মাইনাস পেয়েছে ২১ জন এবং বি গ্রেড পেয়েছে ৩ জন। জামেয়ার অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী ফলাফল প্রকাশ পরবর্তী সাংবাদিকদের জানান, সৃজনশীল পদ্ধতির প্রতি শিক্ষার্থীদের যে ভীতি তা কাটিয়ে উঠে আগামীতে জামেয়ার শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সন্তোষজনক ফলাফল অর্জন করায় তিনি মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিভাগের সেরা পাঠানটুলা জামেয়া কৃতিদের বাঁধভাঙ্গা উল্লাসে মুখরিত ক্যাম্পাস
Sunday, May 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment