আমাদের সিলেট ডটকম:
ছিলনা সংবাদ সংগ্রহের তাড়া, ছিলনা স্কুপ নিউজ খুঁজে নেয়ার তাগিদ। আর তাই শিক্ষামন্ত্রীকে কাছে পেয়েও কেবল হাসি আর আড্ডায় একটি সন্ধ্যা পার করেছেন সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বৃহস্পতিবার রাতে নগরীর একটি হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সন্ধ্যার পর থেকেই হোস্ট শিক্ষামন্ত্রী ছিলেন হোটেলের দরজায় দাঁড়ানো। অভ্যাগত সাংবাদিকদের নিজে স্বাগত জানান তিনি। কথা বলেন। ছবি তুলেন। আনন্দ আর হাসিতে নিজেও হয়ে যান একাকার।
এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তৌফিক আহমদ চৌধুরীসহ আওয়ামী লীগ নেতারা নৈশভোজে অংশ নেন।
নৈশভোজের আগে অবশ্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, সিলেট শহরে আমার নিজের বাড়ি নেই। তাই সুযোগ নেই যে, আপনাদের ডেকে নিয়ে চা নাস্তা করাবো। দুটি মেয়াদে প্রতিনিয়ত সিলেটের গণমাধ্যম কর্মীরা আমাকে সাহস যুগিয়েছেন। সমালোচনা করে ত্রুটিও ধরিয়ে দিয়েছেন। তাই আপনাদের আমি মনে করি আমার একান্ত আপন জন। এজন্য কোন সংবাদের জন্য নয়, কেবল কিছু সময় আপনাদের সাথে অতিবাহিত করতেই আপনাদের ডেকেছি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবদিক আজিজ আহমদ সেলিম ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
শিক্ষামন্ত্রীর নৈশভোজে সিলেটের সাংবাদিকদের অন্যরকম সন্ধ্যা
Thursday, May 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment