আমাদের সিলেট ডটকম: সিলেট জেলার বৃহত্তর জৈন্তার চার উপজেলায় পাথর শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। পে-লোডার দিয়ে ট্রাকে পণ্য লোড ও শ্রমিকদের উপর ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে সোমবার তারা ধর্মঘট পালন কররেন। বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এ শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে।
ইউনিয়নের নেতারা বলেছেন, পে-লোডার দিয়ে ট্রাকে পাথর, বালু ও কয়লাসহ অন্যান্য পণ্য লোড করা হচ্ছে। এর প্রতিবাদ করায় একই সাথে শ্রমিকদের নামে হয়রানিমূলক ‘মিথ্যা’ মামলা দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে সোমবার তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। বৃহত্তর জৈন্তার অর্ন্তভূক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটে এ ধর্মঘট পালিত হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
সোমবার বেলা ২টায় দাবি আদায়ের লক্ষ্যে জৈন্তাপুর বটতলায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফলে শ্রমিকদের সহযোগিতা চেয়েছেন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়র’র সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রব।
সিলেটের চার উপজেলায় শ্রমিক ধর্মঘট সোমবার
Saturday, May 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment