লন্ডনের টাওয়ার হেমলেট্স বরা নির্বাচন আজ

Wednesday, May 21, 2014

লন্ডন থেকে ইব্রাহিম খলিল : টাওয়ার হ্যামলেটসে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ বৃহষ্পতিবার

১ লাখ ৮০ হাজার ভোটারের টাওয়ার হ্যামলেটস বারা এখন নানা কারনে গোটা ব্রিটেন জুড়েই আলোচনার কেন্দ্র বিন্দুতে।বৃহস্পতিবার ইংল্যান্ডের সবকটি কাউন্সিল ও ইউরোপিয়ান পালার্মেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ব্যতিক্রম শুধু ১৩টি বরাতে। যেখানে মেয়র নির্বাচিত করতে আগামীকাল সরাসরি ভোট দেয়ার সুযোগ পাবেন ভোটাররা। যার অন্যতম হচেছ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।এবার টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচনে অংশ নেয়া ১০জনের চারজনই বাঙ্গালী। তবে বিভিন্ন জরিপ বলছে নির্বাচনের মাঠে মূল লড়াইটা হবে বর্তমান মেয়র লুৎফর রহমান আর লেবার পার্টি মনোনীত প্রার্থী জন বিগসের মাঝেই।

তবে বশে নেই অন্যান্য প্রার্থীরাও। জয়ের আশা নিয়ে ক্যাম্পেইন চালিয়ে যাচেছন তারা। বুধবার সর্বশেষ নির্বাচনী প্রচারনায় ব্যস্ত ছিলেন দুই হেভিয়েট প্রার্থী । লেবার প্রার্থী জন বিগসের প্রচারনায় অংশ নেন শেডো লন্ডন সেক্রেটারী সাদিক খান ও শ্যডো এডুকেশন মিনিস্টার রোশরানা আলী এমপি।আর কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে নিজের সর্বশেষ ক্যাম্পেইন সম্পন্ন করলেন মেয়র লুৎফুর রহমান। হাউজিং, এমপ্লয়মেন্ট , শিক্ষার মত জনপ্রিয় বিষয়গুলো সামনে এনে ১০টি প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান মেয়র। আর লেবার প্রার্থী জন বিগসের প্রচারণার মূল হাতিয়ার মানুষের নিরাপত্তা।

প্রসঙ্গতঃ ২০১০ সালে প্রথম বারের মত অনুষ্ঠিত সরাসরি ভোটে টাওয়ার হ্যামলেট্স বরা বা সিটি কাউন্সিলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বর্তমান নির্দলীয় মেয়র লুৎফুর রহমান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License