আমাদের সিলেট ডটকম:
সিলেট মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে নগরীর সাগরদীঘির পাড় এলাকায় এক ছাত্রলীগ নেতার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাগর দীঘিরপাড়ে মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আবুল হাসনাত বুলবুলের বাসায় বাসায় এ হামলা ঘটনা ঘটে। হামলার জন্য মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদারের সমর্থক ক্যাডারদের দায়ী করেছেন ছাত্রলীগ নেতা বুলবুল।
তিনি জানান, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার কয়েক দিনের মধ্যে বিদেশ যাওয়ার কথা রয়েছে। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সহ সভাপতি কে হবেন এ নিয়ে শনিবার দুপুরে দর্শন দেউড়ি গ্রুপের নেতাকর্মীদের মাঝে বৈঠক হয়। ওই বৈঠকে রাহাত তরফদার মহানগর ছাত্রলীগের ১১নং সহ সভাপতি জিয়াউল হক জিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়ার কথা বলেন। কিন্তু তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অন্যান্য নেতারা। বেশীর ভাগই ১ম সহ সভাপতি ময়নুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি করার পৰে মত দেন।
প্রথম সহ সভাপতি ময়নুল ইসলামকে বাদ দিয়ে ১১নং সহ সভাপতিকে ভারপ্রাপ্ত সহ সভাপতির দায়িত্ব দেয়ার প্রস্তাবের বিরোধিতা করায় রাহাত তরফদারের অনুসারী ক্যাডারদের সাথে প্রতিপক্ষ গ্রুপের কথা কাটাকাটি হয়। ফলে কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায় বৈঠক। এর পরপরই রাহাত তরফদারের অনুসারীরা মিছিল নিয়ে আম্বরখানা দর্শন-দেউড়ি থেকে মিছিল-সহকারে সাগরদিঘীরপাড়ে যায়। সেখানে গিয়ে বুলবুলের বাসায় হামলা চালান। হামলা শেষে তারা পুণরায় দর্শন দেউড়ি ফিরে আসেন। এ সময় বাসার পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানও ভাংচুর করে তারা। বুলবুল জানান, হামলায় বাসার লোকজন কেউ আহত না হলেও জানালার কাঁচ ও ঘরের ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা তার বাড়ি লক্ষ করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে বলেও অভিযোগ করেন বুলবুল।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার জানান, তুচ্ছ ঘটনার জের ধরে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। রাতেই সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা সমাধান করা হয়েছে। তিনি তার গ্রুপের কর্মীদের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, সহ সভাপতিদের মাঝেই বিরোধ। তাই তাদের মধ্যে ক্ষুব্ধ কেউ এটি ঘটিয়ে থাকতে পারেন।
মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি পদ নিয়ে বিরোধ: সাগরদীঘির পাড়ে ছাত্রলীগ নেতার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগ
Saturday, May 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment