আইনের অপব্যবহার রোধে আইনজীবীদের দায়িত্বশীল হতে হবে -জেলা ও দায়রা জজ

Thursday, May 22, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান বলেছেন, আইনের অপব্যবহার রোধে আইনজীবীদের দায়িত্বশীল হতে হবে। আইনজীবীরা শক্ত হলে কেউ আইনের অপব্যবহার করতে পারবে না।

হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর জাতীয় নির্বাহী কমিটির সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী মনজিল মোরসেদ।

প্রধান অতিথি মো. মিজানুর রহমান আরও বলেন, সিলেট প্রবাসী অধ্যুসিত অঞ্চল। এ অঞ্চলের প্রবাসীদের নিরাপত্তা প্রতিষ্ঠা করতেও আইনজীবীদের ভূমিকা রাখা উচিত। এজন্য লিগ্যাল এইড প্রতিষ্ঠা করতে হবে।

মানুষের বিচার শুধু বিচারকরা করেন না উল্লেখ করে তিনি বলেন, আইনজীবী আর বিচারক এ দু’য়ের যৌথ উদ্যোগে বিচারকার্য সম্পাদন হয়। আইনজীবীরা বিচারকদের সহযোগীতা করেন বলে তিনি মন্তব্য করেন।

হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ সিলেট জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক, অ্যাডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএফএম রুহুল আনাম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক পুরকায়স’, যুক্তরাজ্য শাখার পৃষ্টপোষক ও দাতা এলাইছ মিয়া মতিন, যুক্তরাজ্য শাখার সভাপতি সাংবাদিক রহমত আলী।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভুইয়া, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা বারের সাবেক সভাপতি অ্যডভোকেট আজিজুল মালিক চৌধুরী, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শমিউল আলম, অ্যাডভোকেট বদরুল ইসলাম খান, সংগঠক আহমেদ বকুল প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কাজির বাজার এর নির্বাহী সম্পাদক ও সংগঠনের সিলেট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ সুজাত আলী।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এ সংগঠনে যারা কাজ করছেন তারা সকলেই নি:স্বার্থভাবে কাজ করছেন। কোন আর্থিক লাভ না হলেও এ সংগঠনের সাথে জড়িতরা সমাজের উপকার করে যাচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আইন রয়েছে। কিন’ আমাদের দেশে আইন মানার প্রবনতা কম। এ থেকে উত্তরণ ঘটাতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License