আমাদের সিলেট ডটকম:
দক্ষিণ সুরমার মোগলাবাজারে অটোরিক্সা টমটমের চাপায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মহিলা দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার মোগলাবাজার ইউনিয়নের রাঘবপুর গ্রামের প্রবাসী আব্দুল কাদির-এর স্ত্রী রায়না বেগম (৩৫)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৮টায় মোগলাবাজার নেগাল সড়কে।
জানা যায়, রায়না বেগম, সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পাশের বাড়ির এক অসুস্থ রোগীকে দেখতে যান। রোগী দেখে পায়ে হেটে বাড়ি ফেরার পথে মোগলা বাজার থেকে নেগাম গামী অটোরিক্সা টমটম রায়নাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টায় তিনি মারা যান। গতকাল শনিবার বাদ আসর রাঘবপুর শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে পঞ্চায়েতী গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। তিন সন্তানের জননী রায়না বেগমের স্বামী আব্দুল কাদিরও এক মাস যাবত দুবায়ে অসুস্থ হয়ে সেখানকার হাসপাতালে ভর্তি আছেন। তার স্ত্রীর মৃত্যুতে কাদিরের সন্তানগুলো অসহায় হয়ে পড়েছে।
মোগলাবাজারে অটোরিক্সা টমটমের চাপায় তিন সন্তানের জননীর মৃত্যু
Sunday, May 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment