আমাদের সিলেট ডটকম: মৌলভীবাজারের শহরের পশ্চিম মোস্তফাপুর এলাকা থেকে ভেজাল মবিল তৈরির সরঞ্জামসহ ৫লক্ষাধিক টাকার মালামাল জব্ধ করেছে পুলিশ। এসময় ভেজাল মবিল তৈরির সাথে জড়িত দুজনকে প্রাইভেট কার সহ আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত ১১ টায় সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান চালায়। তখন মবিল তৈরির নকল স্ট্রিকার,রং,পুরাতন মবিল, বিভিন্ন ধরনের ডামসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে। এসময় পুলিশ বাবুল হোসেন ও গাড়ী চালক বাবুল মিয়াকে আটক করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিদেশী মবিল কোম্পানীর নকল স্ট্রিকার লাগিয়ে ভেজাল মবিল বিক্রি করে আসছিল।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment