আমাদের সিলেট ডটকম:
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আবহাওয়া অফিস সিলেটের একটি ঐতিহাসিক স্থাপনা। এর পুরনো ডিজাইন যাতে কোন ভাবে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পুরনো আদলে নতুন অফিস নির্মাণ করতে হবে। অর্থমন্ত্রী পুরাতন ঐতিহ্য সমুন্নত রেখে সিলেট আবহাওয়া অফিস নির্মাণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে সিলেট আবহাওয়া অফিসের ভিত্তি প্রস্তুর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মোজাম্মেল হক তরফদার, সিলেটের জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, নতুন অফিস নির্মাণ প্রকল্পের আওতায় একটি মূল ভবন, একটি রেস্ট হাউস, অফিসার্স ও কর্মচারী কোয়ার্টার নির্মিত হবে।
পুরনো আদলে নতুন আবহাওয়া অফিস নির্মাণ করতে হবে -অর্থমন্ত্রীর
Thursday, May 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment