আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীতে দিনে দুপরে সিকিউরিটি কর্মকর্তার কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও ছিনতাই শিকার গ্লোবাল টেক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল করিম চৌধুরী জানান, বেলা দেড়টার দিকে কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান কে সাথে নিয়ে পূবালী ব্যাংক থেকে ২লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে সুবিদবাজার ব্র্যাক ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। হজরত শাহজালাল(র:) মাজার সংলগ্ন ঝর্নার-পার এলাকা তিন পালসার মটর সাইকেলে চড়ে ছিনতাইকারীরা আমাদের ঘেরাও করে ফেলে। এ সময় সকলে রামদা উঁচিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে টাকাগুলো ছিনিয়ে নেয়।
মঈনুল করিম চৌধুরী জানান ছিনতাইর ঘটনা পুলিশ কে জানানো হয়েছে। তাছাড়া টাকা উত্তোলন কালে এক যুবক মোবাইলে কাউকে দিকনির্দেশনা দিচ্ছে বলে তার মনে হয়েছে। এবং ছিনতাই-কালে ঐ যুবকও ছিলো বলে তিনি জানান।সিসিটিভ ফুটেজে সে যুবকের ছবি আছে। এদিকে পূবালী ব্যাংকের কর্মকর্তা সিসিটিভ ক্যামেরায় এক যুবকের অবস্থান দেখেছেন বলে মিডিয়াকে জানিয়েছেন।
No comments:
Post a Comment