খালেদা জিয়া নির্বোধ তাই দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ
নেননি : সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খালেদা জিয়া নির্বোধ তাই দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। এতে যেমনি নিজে ডুবেছেন তেমনি দলকেও ডুবিয়েছেন। তিনি জালিয়াতি ছাড়া নির্বাচনে অংশ্রগহণের কথা চিন্তাই করতে পারেন না।
মঙ্গলবার ২০ মে বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, তার কিছু নির্বাচনী অঙ্গীকার বাকি রয়েছে। এসব অঙ্গীকার রাতারাতি বাস্তবায়ন করা যাবেনা। তবে দ্বিতীয় মেয়াদে সরকারে আসায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দায়বদ্ধতা আরো বেড়ে গেছে।
তিনি জানান, গত বাজেটের ৯৬ শতাংশই বাস্তবায়ন হয়েছে। এটা একটা বড় সাফল্য। এত বড় মাপে বাজেট বাস্তবায়ন অতীতে কখনো হয়নি।
গত ৫ বছরে বাজেটের আকার দ্বিগুণ হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এর আগে বাজেটের আকার দ্বিগুণ করতে ১১ বছর লেগেছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকার সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছে। স্বস্তিতে আছে মানুষ। তাই বর্তমান সরকার ৫ বছরই থাকবে।
এ সময় আওয়ামী লীগের জেলা সভাপতি জেলা পরিষদ প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক নারী সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকটে মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment