সংবাদ সম্মেলন: ব্যাংকে রেখে যাওয়া মায়ের অর্থ থেকে বঞ্চিত করার অভিযোগ

Saturday, May 24, 2014

আমাদের সিলেট ডটকম: মায়ের রেখে যাওয়া ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে এক যুক্তরাজ্য প্রবাসীকে বঞ্চিত করার অভিযোগ করা হয়েছে।শনিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই প্রবাসীর আমমোক্তার ওসমানীনগর থানার ছোট দিরারাই গ্রামের মৃত হাজী তফুর আলীর পুত্র মকবুল হোসেন বাবুল।

যুক্তরাজ্য প্রবাসী আমীর আলীর আমমোক্তার মকবুল হোসেন বাবুল লিখিত বক্তব্যে বলেন, আমীর আলীর মাতা অমৃতা বিবি গত বছরের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে বার্ধক্যজনিত কারণে মারা যান। অমৃতা বিবি জীবদ্দশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ তালতলা শাখায় একটি হিসাব খোলেন। হিসাব নং ২৮২৪০। উক্ত হিসাবে ১২ লাখ ৫৭ হাজার ৯শ ৬৪ টাকা স্থিতি রেখে মারা যান তিনি।হিসাবে নমিনি ছিলেন অমৃতা বিবির ছেলে আমীর আলী ও জমির আলী, মেয়ে মিনারা বেগম, শায়রা বেগম, শাহানা বেগম এবং স্বপ্না বেগম। অমৃতা বিবি মারা যাওয়ার পর আমীর আলীর আমমোক্তার মকবুল হোসেন বাবুল বিষয়টি লিখিতভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানান এবং যেকোনো বিষয়ে তাকে অবহিত করতে বলে আসেন। কিন্তু ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরিদ উদ্দিন আমীর আলী কিংবা তার আমমোক্তার মকবুলকে না জানিয়ে সমুদয় টাকা অন্য নমিনিদের প্রদান করেছেন বলে অভিযোগ করেছেন মকবুল হোসেন বাবুল। এক্ষেত্রে নগরীর আলরাইয়ান হাসপাতালের চিকিৎসক জুয়েল আহমদকে অন্যতম সহযোগী বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

লিখিত বক্তব্যে মকবুল হোসেন বাবুল আরো বলেন, আমি আমার আমমোক্তার দাতার নির্দেশে সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে কোনো সুরাহা না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছি। মকবুল হোসেন বাবুল তার আমমোক্তার দাতার প্রাপ্য অংশ ফেরত এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। জি আর মামলা নং ৮০। মামলায় আমীর আলীর ভাই জমির আলী, ৪ বোন, ইসলামী ব্যাংক তালতলা শাখার ব্যবস্থাপক এবং ডা. জুয়েল আহমদকে আসামী করা হয়েছে।এমতাবস্থায় মকবুল তার আমমোক্তার দাতা যুক্তরাজ্য প্রবাসী আমীর আলীর মায়ের রেখে যাওয়া গচ্ছিত টাকার তার অংশ ফেরত এবং টাকা আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License