ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে বৈঠক: সমভাবে পানি বন্টনের জন্য ভারতীয় সরকারের প্রতি আহবান জানালেন মেয়র আরিফুল হক চৌধুরী

Friday, May 23, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট অঞ্চলে সমভাবে পানি বন্টনের ৰেত্রে ভারতীয় সরকারের আশু পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী। চট্রগ্রাম অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের মধ্যকার বৈঠককালে আরিফুল হক চৌধুরী এই আহবান জানান।

শুক্রবার বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রকৃতিকে বাধা দিয়ে কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরী করলে তা শুভ বার্তা নিয়ে আসে না, বরং ন্যাচারাল ডিজাস্টার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ভারতের উচিত হবে প্রকৃতিকে বাধা না দিয়ে সিলেটজুড়ে প্রবাহিত সকল নদীতে সমভাবে পানি বন্টন করা।

বৈঠককালে মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন, ডাউকী ফল্ট ও আসাম ফল্ট এর কাছাকাছি হওয়ার কারণে সিলেট ও আসাম অঞ্চলের মানুষ বড় ধরনের ভুমিকম্প ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকি মোকাবেলার জন্য ভারত ও বাংলাদেশকে যৌথভাবে কাজ করার উদ্যোগ গ্রহন করা উচিত। বাংলাদেশীদের কাছে শিলংকে আকর্ষণীয় পর্যটন স্পট উলেৱখ করে মেয়র বলেন, এই অঞ্চলের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ভিসা প্রসেসিং সহজীকরণ করতে হবে।

বিপুল সংখ্যক রোগী প্রতিবছর ভারতে চিকিৎসা নিতে যান সেই দিক বিবেচনা করে সিলেটে একটি ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার করারও আহবান জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

বৈঠককালে ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার জানান, সমভাবে পানি বন্টনসহ বড় বড় ইস্যু দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকের মাধ্যমে সবকিছুর সমাধান সম্ভব। এই ব্যাপারে তিনি ভারতীয় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপৰ বরাবরে উপস্থাপন করবেন বলেও জানান।

সিলেটের পাসপোর্ট কালেকশন সেন্টারকে ভিসা প্রসেসিং সেন্টারে রূপান্তর করা সম্ভাবনা আছে জানিয়ে সোমনাথ হালদার বলেন, ভারতীয় সরকার বাংলাদেশীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করে থাকে। এমনকি অনেক সময় মানবিক বিবেচনা করেও সহজে ও দ্রুত ভিসা ইস্যু করে থাকে।

ভারতীয় সরকার প্রতিদিন সাড়ে তিন-হাজার বাংলাদেশীকে ভিসা প্রদান করে উলেৱখ করে তিনি জানান, ঢাকা থেকে প্রতিদিন আড়াই হাজার, চট্টগ্রাম থেকে পাঁচশ এবং রাজশাহী থেকে চারশো ভিসা প্রদান করা হয়। ভারতীয় সরকার বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদানের ৰেত্রে যে আন্তরিক এসব পরিসংখ্যান সেই ইঙ্গিতই প্রদান করে।

সোমনাথ হালদার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উলেৱখ করে বলেন, প্রতিবেশী দেশ গুলোর সাথে সুসম্পর্ক রেখেই ভারতীয় সরকার আরও সামনের পানে এগিয়ে যেতে চায়।

সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করে সোমনাথ হালদার বলেন, সিলেট সিটি অনেক পরিচ্ছন্ন। এটি যে কারো নজর কাড়তে বাধ্য, আমারও নজর কেড়েছে। বিশেষ করে ভোরের মধ্যেই নগরীর আবর্জনা পরিষ্কার করাকে যুগান্তকারী পদৰেপ উলেৱখ করে ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার বলেন, অনেক পশ্চিমা দেশও ভোরের আগেই আবর্জনা পরিষ্কার করতে হিমশিম খায়। উপমহাদেশের সিটিগুলোর জন্য সিলেট একটি উদাহরণ সৃষ্টি করেছে।

বৈঠককালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুধাময় মজুমদার, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, চীফ কনজারভেন্সী অফিসার হানিফুর রহমানসহ আরও অনেকে।


mayor





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License