নাজমুস সামাহ এবারের এসএসসি পরীৰায় সিলেট শিৰা বোর্ডের অধীনে স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ হতে ইংলিশ মিডিয়ামে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে। সামাহ দৈনিক জালালাবাদ-এর সম্পাদক (ভারপ্রাপ্ত), সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক মানিক-এর কন্যা। ভবিষ্যতে স্থপতি হতে ইচ্ছুক সামাহ তার কাঙ্খিত ফলাফলের জন্য বাবা, মা, ফুফু, শিৰক-শিৰিকা সহ সকলের কাছে কৃতজ্ঞ। সে সকলের দোয়া কামনা করেছে।
নাজমুস সামাহ গ্রন্থাগার আন্দোলনের পথিকৃৎ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক মরহুম মুহম্মদ নূরুল হক-এর নাতনী।
নাজমুস সামাহ’র স্বপ্ন স্থপতি হওয়া
Sunday, May 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment