মানবজমিন ও শীর্ষ নিউজ ডেস্ক:
ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে মোদিকে অভিনন্দন জানান হাসিনা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন মোদির নেতৃত্বে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। ফোনে শেখ হাসিনা মোদিকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন।
মোদীর সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপ
শীর্ষ নিউজ, ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন।
ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করায় মোদীকে অভিনন্দন জানিয়ে এ ফোন করেন বেগম খালেদা জিয়া। রোববার রাত ১০টা ১৫মিনিট থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত এ ফোনালাপ হয়।
এসময় মোদীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ-ভারতের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো আগামী সমাধানে আশাবাদ ব্যক্ত করেন বেগম খালেদা জিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment