সংস্কৃতিচর্চ্চা মানুষকে পরিশীলিত করে তুলে : সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে সুলতানা কামাল

Friday, May 23, 2014

সংস্কৃতিচর্চ্চা মানুষকে পরিশীলিত করে তুলে : সিলেটে সম্মিলিত

নাট্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে সুলতানা কামাল

altসাংস্কৃতিক প্রতিবেদক : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সংস্কৃতিচর্চ্চা মানুষকে পরিশীলিত করে তুলে। সংস্কৃতিকর্মীরা নিজেদের মেধা, মনন ও রুচিকে কাজে লাগিয়ে সমাজকেও পরিশীলিত করে তুলেন। সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষকে সবধরনের ক্ষুদ্রতা, হীনমন্যতা, বিভাজন, ধর্মীয় উগ্রতা ও সাম্প্রদায়িকতা থেকে দূরে রাখে।

শুক্রবার ২৩ মে সকালে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতিচর্চ্চা থেকে দূরে সরে যাওয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থিমিত হয়ে আসার কারণে সমাজে উগ্রবাদ ও অস্থিরতা মাথাচারা দিয়ে উঠেছে।

সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নাট্য পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক হেমচন্দ্র ভট্টাচার্য।

এরপর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় নাট্যকর্মী ও সুহৃদ সমাবেশ। এতে বক্তারা বলেন, প্রায় তিনদশক যাবৎ সম্মিলিত নাট্য পরিষদ মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে সর্বত্র ছড়িয়ে দিতে এবং সকল প্রকার অপসংস্কৃতি ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় গণমানুষের কাছাকাছি থেকে কাজ করছে।




Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License