আমাদের সিলেট ডটকম: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩০জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ও গাজীনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়াবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে পাথারিয়া ও গাজীনগর গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকালে পাথারিয়াবাজারে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। খবর পেয়ে দক্ষিণসুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পাথারিয়াবাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
Sunday, May 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment