আমাদের সিলেট ডটকম :
সিলেটসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বঙ্গোপসাগরে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অংশ কেঁপে ওঠে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
ঢাকা থেকে ৬৮১ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ৬৬ কিলোমিটার গভীরে ছিলো এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
বাংলাদেশ ছাড়াও ভারতের দিল্লি-কলকাতা উড়িষ্যাসহ মধ্য পূর্বাঞ্চলীয় এলাকা থেকেও এই ভূমিকম্পের প্রভাবে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি কেন্দ্রস্থল ছিলো কলকাতা থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও ভুবনেশ্বর থেকে ৩২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের গভীরে।
বাংলাদেশের খুলনায় অপেক্ষাকৃত বেশি মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার প্রতিনিধি। সমুদ্র উপকূলীয় ফেনীতেও বেশি কম্পন অনুভূত হয়েছে।
এই ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কা না থাকলেও সমুদ্রে ঢেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বঙ্গোপসাগরে ৬.১ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ সারা দেশে কম্পন: ক্ষয়ক্ষতি হয়নি কোথাও
Wednesday, May 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment