আমার নাম করে কেউ অপকর্ম করার চেষ্টা করলে মাথা ফাটিয়ে দিন – সিলেটে মতবিনিময়-কালে অর্থমন্ত্রী

Tuesday, May 20, 2014

আমাদের সিলেট ডটকম:

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, কোন অপকর্ম বা অপকর্মকারীকে আমি প্রশ্রয় দেই না। আমার নাম করে কেউ অপকর্ম করার চেষ্টা করলে তার মাথা ফাটিয়ে দিন।অর্থমন্ত্রী আজ বিকেলে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়-কালে সিলেটে ভূমি রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি আদায় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের আওতাধানীন। সেখানে অর্থমন্ত্রীর নাম করে অতিরিক্ত ফি আদায় করার বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখবো।

বর্তমান মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পাবার পর প্রথম বারের মত সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময়কলে অর্থমন্ত্রী জানান, বিগত ৫ বছর দায়িত্বে থাকাকালে সিলেটের জন্য বিশেষ কোন বরাদ্দ আসেনি। আমার পরিকল্পনা ছিল ভিন্নরূপ। আমি সার্বিকভাবে সরকারী ব্যয় বাড়ানোর চেষ্টা করেছি। আর এজন্য গ্রাম পর্যায়ে সরকারী উন্নয়ন কার্যক্রম ব্যাপক ভাবে হয়েছে। সিলেট সদর উপজেলায় নতুন কোন রাস্তা তৈরি করার প্রয়োজন নেই। যত গ্রামীণ রাস্তা ছিল সব ইতোমধ্যে নির্মিত হয়েছে।

সিলেটে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সিলেট কারাগার স্থানান্তরের পর এটিকে উন্মুক্ত স্থান হিসেবে রাখা হবে। এছাড়া, বন্দরবাজার এলাকায় একটি বহুতল পার্কিং স্পেস নির্মান করা হবে। সিলেটে বিমানের রিফুয়েলিং স্টেশনের কাজ এ বছরই শেষ হবে। সিলেটে একটি যাদুঘরের জন্য ভূমি গ্রহণ করা হয়েছে, শিগগিরই এ প্রকল্প অনুমোদন দেয়া হবে। সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট থেকে শেরপুর ও ভৈরব থেকে ঢাকা অংশ চার লেনে উন্নয়নের কাজ শিগগিরই শুরু হবে। এছাড়া, সিলেট কোম্পানীগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কের সাথে সংযুক্ত করা হবে। সিলেট নগরীর কাজিরবাজার সেতুর কাজও এ বছরই শেষ হবে।

মন্ত্রী জানান, নতুন সরকার ৫ বছরই ৰমতায় থাকবে। এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই।

মতবিনিময় সভায় সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License