আমাদের সিলেট ডটকম:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে পিছনে নিয়ে গিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণের সমর্থনে আওয়ামীলীগ পর পর দু’বার সরকার গঠন করায় বিদ্যুৎ খাতসহ দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ইতোমধ্যে ১১হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আমরা সক্ষম হয়েছি। পুরাতন জরাজীর্ণ লাইনগুলো সংস্কারের পর লোডশেডিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
তিনি বুধবার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কায়স্থগ্রাম ইজরাপাড়ায় বিদ্যুৎ লাইন সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিকেল ৫টায় কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট দেলওয়ার হোসেন দিলুর সভাপতিত্বে, জেলা যুবলীগ নেতা জুবের আহমদ ও ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান কয়েছের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলীবিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জিএম প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির গণসংযোগ কর্মকর্তা আবক্ষাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, পলী বিদ্যুতের ডিজিএম আবু রায়হান, জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আল-ইসলাহ্ নেতা মাওলানা রফিকুল ইসলাম খাঁন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুল আলম সুয়েদ, ছাত্রলীগ নেতা জাফরান জামিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, আলী হায়দার শিপলু প্রমুখ।
এরপূর্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপজেলার ল²ীপাশা ইউনিয়ন পরিষদ আয়োজিত চেয়ারম্যান মেধাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে যোগদান করেন।
পুরাতন জরাজীর্ণ লাইনগুলো সংস্কারের পর লোডশেডিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে – গোলাপগঞ্জে বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
Wednesday, May 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment