জননেতা এম ইলিয়াস আলী ও মুজিবকে অবিলম্বে ফিরিয়ে দিন -সিলেট বিএনপি

Sunday, May 18, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন, হত্যার, রাজনীতির চুড়ান্ত পর্যায়ে পৌছে গেছে। জনগণের ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে। যেকোন সময় গণবিষ্ফোরন ঘটতে পারে। তখন শেখ হাসিনা পালাবার পথ খুজে পাবেনা। শেখ হাসিনাকে একদিন সকল গুম, খুন ও অন্যায়- অপকর্মের জবাব দিতে হবে দেশবাসীর কাছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে সিলেটবাসীর প্রিয় নেতা বিএনপির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার আহবান জানান। পাশাপাশি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক ইফতেখার আহমদ দিনার, আনছার আলী, জুনেদ আহমদ ও সোহেল কে তাদের পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানান।

রোববার সিলেট বিএনপির এক জরুরী সভায় নেতৃবৃন্দরা বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মঈনুল হক চৌধুরী, মুজাহিদ আলী, এডভোকেট আশিকুর রহমান আশুক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, সাবেক প্রচার সম্পাদক আনহার মিয়া, সাবেক দপ্তর সম্পাদক ও জননেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হক।

সভায় নেতৃবৃন্দ দেশের চলমান আইন শৃংখলা পরিস্তিতির চরম অবনতি এবং গুম, খুনের জন্য অবৈধ শেখ হাসিনার সরকারকে দায়ী করে গভীর উদ্বেগ প্রকাশ করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License