আন্দোলনের মূখে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ

Tuesday, May 20, 2014

আমাদের সিলেট ডটকম: সিলেট ওসমানী হাসপাতালে শিক্ষানবিশ সেবকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলন চলাকালে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিকেল ৬ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ নির্দেশ দেন কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা কলেজ ছেড়ে যেতে রাজি হয়নি। তারা কলেজের সামনে বিক্ষোভ করছে। অনিবার্য কারণবশত নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী।

শিক্ষানবিশ সেবকা লিনা খাতুন জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসকরা শিক্ষানবিশ সেবকদের ওপর হামলা চালায়। এ হামলায় প্রলয় কুমার নামের এক শিক্ষানবিশ ব্রাদার গুরুতর আহত হন। এছাড়া হামলায় আহত হন আরো ৫ শিক্ষার্থী।

হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের শাস্তি দাবিতে সোমবার সকাল থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছেন।

মঙ্গলবার কালোব্যাজ ধারন করে বিক্ষোভ কর্মসুচী পালন করার কথা ছিলো শিক্ষার্থীদের। এ অবস্থায় সকালে কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা ও ৬ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে নোটিশ দেয় কর্তৃপক্ষ।

এদিকে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে নার্সিং কলেজের সামনে কালোব্যাচ ধারন করে অবস্থান কর্মসুচী পালন করছে শিক্ষার্থীরা।

অন্দোলকারী শিক্ষার্থীরা বলছেন, তারা কর্তৃপক্ষের এ সিন্ধান্ত মানবেন না। হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের গ্রেপ্তার ও তাদের বহিষ্কার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের আন্দোলনকে দমাতেই কলেজ কর্তৃপক্ষ হঠাৎ কলেজ বন্ধ ঘোষনা ও হল ত্যাগের নির্দেশ দিয়েছেন দাবি করে শিক্ষার্থীরা জানায়, তাদের তিন জন শিক্ষার্থী পলয় কুমার, রাজিয়া সুলতানা ও লিনা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাসপাতালে রেখে তারা হলত্যাগ করবেন না।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এ ডি সি(উত্তর) রহমতুল্লাহ জানান, ১ম ও২য় শ্রেনীর পরিক্ষা থাকায় তারা থাকাবে আর বাকিরা চলে যাবে,যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নার্সিং কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ওসমানী হাসপাতালের সহকারি পরিচালক ডা. তন্ময় ভট্রাচার্য জানিয়েছেন, এ ঘটনার সুষ্টু সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License