আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী চিকিতসাশেষে আগামীকাল বুধবার সিলেট এসে পৌঁছবেন। বেলা ১টা ১০ মিনিটে নভো এয়ারযোগে তিনি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। আজ মঙ্গলবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার সর্বশেষ মেডিকেল চেকআপ করা হবে। মেয়রের পারিবারিক সুত্র এই তথ্য নিশ্চিত করেছে। মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট পৌছে হযরত শাহজালাল (রহ.) মাজার এবং তাঁর বাবা মরহুম শফিকুল হক চৌধুরীর কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মেয়র আরিফুল হক চৌধুরী গত ২৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। রাতে দ্বিতীয়বার হার্ট এ্যাটাক হলে মেয়রের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরবর্তীতে মেয়রের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২৬ এপ্রিল ভোরে তাকে এয়ারএম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ইউনাইটেড হাসপাতালে তাকে চিকিতসা দেওয়া হয়।
No comments:
Post a Comment