আমাদের সিলেট ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্টুডেন্ট সেবকদের সাথে ইন্টার্র্নি ডাক্তারদের অপ্রীতিকর ঘটনায় সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলো ইন্টার্র্নি চিকিৎসক পরিষদ। সংবাদ সম্মেলনে বলা হয়, মানসিক অসুস্থ স্টুডেন্ট সেবকরা ডাক্তারদের সন্ত্রাসী বলে মিডিয়াতে প্রচার করেছে। প্রকৃত ঘটনা তদন্ত করলেই বের হয়ে আসবে।
লিখিত বক্তব্যে ইন্টার্র্নি চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা: জয় সাহা বলেন, গত রোববার যা ঘটেছে তা অপ্রীতিকর একটি ঘটনা। সেদিন ডা: তোফায়েল আহমেদ ও ডা: রিফাত আল ইসলাম একজন গুরুতর রোগীকে স্যালাইন ও অন্যান্য জরুরী পথ্যাদি দেয়ার জন্য স্টুডেন্ট সেবক প্রলয়কে নির্দেশ দেন। কিন্তু প্রলয় তা অমান্য করে নাসিং রুমে নাসিং স্টুডেন্ট রাজিয়া সুলতানার সাথে গল্প করতে থাকে। তখন রোগীর অবস্থাও ভালো ছিলো না বলে তাকে ধমক দেয়া হয়।
এর জের ধরে সে বহিরাগত কয়েকজন কে ফোন করে নিয়ে এসে হাসপাতালের ভেতরে ডাক্তারদের উপর হামলা চালায় বলে তিনি দাবী করেন । তাদের হামলায় আহত ডা: তোফায়েল এখন হাসপাতালে ভর্তি আছেন বলে ও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এ ঘটনার মিমাংসা করতে ডা. এইচ এম ও বিশু ও রেজিষ্টার ডা. হাসিব এগিয়ে এলে তাদের কে ও লাঞ্চিত করা হয়।
সিলেট প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্টার্ণী চিকিৎসক পরিষদ এর সাধারণ সম্পাদক ডা. তাহবিরুল হোসেন শাওন, সহসভাপতি মোস্তাকিম ফারুকী, সুব্রত সাহ, অরুপ দত্ত প্রমুখ।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয় সাহ বলেন, ওসমানী মেডিকেলে অশ্লীল পোষ্টারিংয়ের আমরা কিছু জানি না। মিডিয়াতে যে সকল স্টুডেন্ট সেবক ডাক্তাদের সন্ত্রাসী বলেছে তারা মানষিকভাবে অসুস্থ বলে আখ্যা দেন।
‘মানসিক অসুস্থ স্টুডেন্ট সেবকরা ডাক্তারদের সন্ত্রাসী বলে’ – ওসমানী মেডিকেলের ইন্টার্র্নি ডাক্তারদের সংবাদ সম্মেলন
Tuesday, May 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment