সিলেটে হেরোইন চালানের এজেন্ট মানিক ৫ দিনের রিমান্ডে

Tuesday, May 20, 2014

আমাদের সিলেট ডটকম:

পাকিস্তানের করাচি থেকে আসা আলোচিত ৯ কোটি টাকা দামের ৮ কেজি হেরোইনের চালানের বাংলাদেশী এজেন্টার গ্রেফতারকৃত হোসেন আহমদ মানিককে (৪০) ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশ মানিককে সিলেটের চীফ মেট্রোপলিটন আমলী আদালতে হাজির করে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। এ সময় আদালতের ম্যাজিস্টেট মোঃ আনোয়ারুল হক তার রিমান্ড শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ধৃত মানিক বিয়ানীবাজার উপজেলার কাউদিয়া এলাকার রাজ্জাকপুর গ্রামের মুহিব আলীর পুত্র।

গত সোমবার ভোর ৪ টার দিকে বিয়ানীবাজার থানার সহযোগিতায় দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি থেকে মানিককে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে ৫টি মোবাইলসেটও উদ্ধার করে।

মামলার তদন-কারী কর্মকর্তা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম জানান, গত ৯ মার্চ পাকিস’ানের লাহোর থেকে সিলেটের বৈদেশিক ডাক বিভাগে চার ব্যক্তির নামে ৭ কেজি ৯৫০ গ্রাম ওজনের চারটি প্যাকেট আসে। কাস্টমস কর্মকর্তারা প্যাকেটগুলো খুলে হেরোইন পেয়ে জব্দ করেন। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় ৮ (১৩-০৩-১৪) নং একটি মামলা দায়ের করে। মামলার তদন- করতে গিয়ে হেরোইনের চালানের প্রাপকের ঠিকানায় গিয়ে ওই নামে কাউকে খোঁজে পাননি। প্রায় দুইমাস তদন- শেষে পুলিশ মোবাইল কললিষ্টের মাধ্যমে গত সোমবার ভোর ৪ টার দিকে বিয়ানীবাজার থেকে হোসেন আহমদ মানিককে গ্রেফতার করে। গতকাল তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ৫দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License