আমাদের সিলেট ডটকম:
পাকিস্তানের করাচি থেকে আসা ৮ কেজি হেরোইনের চালানের বাংলাদেশী এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হোসেন আহমদ মানিক সিলেটের বিয়ানীবাজার উপজেলার রাজ্জাকপুর গ্রামের মুহিবুর রহমানের ছেলে। সোমবার সকালে বিয়ানীবাজার থানার সহযোগিতায় দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রামের বাড়ি থেকে মানিককে গ্রেফতার করে। সাংবাদিকদের কাছে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রহমত উলৱাহ।
তিনি জানান- পাকিস্তান থেকে আসা হেরোইনের চালানের মালিককে গ্রেফতার করতে পুলিশ গোপনে তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে মূল হোতার নাম ও পরিচয়। নিশ্চিত হওয়ার পর সোমবার সকালে অভিযান চালিয়ে হোসেন আহমদ মানিককে গ্রেফতার করা হয়। সে পাকিস্তানী হেরোইন চোরাচালানের বাংলাদেশী এজেন্ট বলে প্রমাণ পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত ৯ মার্চ পাকিস্তানের লাহোর থেকে সিলেটের বৈদেশিক ডাক বিভাগে চার ব্যক্তির নামে ৭ কেজি ৯৫০ গ্রাম ওজনের চারটি প্যাকেট আসে। কাস্টমস কর্মকর্তারা প্যাকেটগুলো খুলে হেরোইন পেয়ে জব্দ করেন। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন।
মামলার তদন্ত করতে গিয়ে হেরোইনের চালানের প্রাপকের ঠিকানায় গিয়ে ওই নামে কাউকে খোঁজে পাননি। প্রায় দুইমাস তদন্ত-শেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থেকে হোসেন আহমদ মানিককে গ্রেফতার করে।
সিলেটে বিদেশী হেরোইন চালানের এজেন্ট গ্রেফতার
Monday, May 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment