রাতারগুল রৰা সিলেট নগরীতে প্রচারপত্র বিলি ॥ মঙ্গলবার গণ-ইমেইল চালাচালি

Tuesday, July 8, 2014

আমাদের সিলেট ডটকম :

রাতারগুল জলার বন রক্ষায় গণ-ইমেইল চালাচালি শুরু হচ্ছে । মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বন সংশিৱষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর গণ-ইমেইল পাঠানোর মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুর্ব হবে। কর্মসূচি চলবে ১৪ জুলাই পর্যন্ত।

এছাড়া বিকেলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে দেখা করবেন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা। তারা রাতারগুল বন রক্ষায় বন বিভাগের পদক্ষেপ সম্পর্কে সংশিৱষ্টদের কাছে জানতে চাইবেন।

পরিবেশবাদী সংগঠন ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ‘গ্রিন এক্সপ্লোরার সোসাইটি’, ‘প্রাধিকার’ ও ‘ভূমিসন্তান বাংলাদেশ’ যৌথভাবে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালন করবে।

রাতারগুল বন রক্ষায় গণ-ইমেইল কর্মসূচিতে সব শ্রেণী পেশার মানুষের সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

এদিকে, বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলারবন রাতারগুল রক্ষায় গণসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে ‘ভূমিসন্তান বাংলাদেশ’। সোমবার দুপুর ১২টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুর্ব হওয়া এ প্রচারপত্র বিলি কর্মসূচি শেষ হয় নগরীর আম্বরখানায়।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে প্রচারপত্র বিলি ও সচেতনতামুলক বক্তব্য প্রদান করা হয়। এ প্রচারপত্র বিলি কর্মসূচিতে উপসি’ত ছিলেন সংগঠনের সমন্বয়ক আশরাফুল কবীর, সংগঠক আনিস মাহমুদ, বিপ্লব দেব, শুয়াইবুর রহমান, র্ববেল আহমদ কুয়াশা, দ্বোহা চৌধুরী, মাহবুব আলম, সোহাগ আহমদ, সন্দীপ দেব, অর্বপ কানি- দাশ, উজ্জল চক্রবর্তী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License