আমাদের সিলেট ডটকম:
লন্ডন টাওয়ার হেমলেটসের মাইল ইন্ড ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম নির্বাচনে জয়ের পর প্রথম বাংলাদেশে সফরে আসায় সিলেটে প্রদান করা হয়েছে।
সোমবার সকালে কাউন্সিলর শাহ আলম এম এ জি ওসমানী বিমান বন্দরে পৌছলে এ সংবর্ধনা জানানো হয়। শাহ আলম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরগোবিন্দ গ্রামের শাহ বাড়ির হাজী ময়না মিয়ার পুত্র।
সদ্য অনুষ্ঠিত টাওয়ার হেমলেটস নির্বাচনে মাইল ইন্ড ওয়ার্ডে সর্বাধিক ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সিদ্দিকুর রহমান সায়েম, শফিকুল আলম, জয়নাল আহমদ, আখলাকুল আলম প্রমুখ।
এ সময় শাহ আলম বলেন, প্রবাসে বাঙালিরা আজ শক্তিশালী। রাজনৈতিক অঙ্গনেও গড়ে নিয়েছেন অবস্থান। এর পেছনে একমাত্র কারণ হচ্ছে ঐক্যবদ্ধতা। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গ্রহণযোগ্য মানুষকে রাজনীতিতে নিয়ে আসতে হবে। যার মাধ্যমে উন্নত দেশের সাথে পাল্লা দিতে পারবে বাংলাদেশও। তিনি বলেন, প্রবাসীরা দেশের মানুষের পাশে সবসময় ছিলেন আজও আছেন, আগামীতেও থাকবেন।
উল্লেখ্য, শাহ আলম বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে পেশাজীবি বিভিন্ন সংগঠন ও নিজ এলাকার মানুষের সাথে মতবিনিময় করবেন।
টাওয়ার হেমলেটসের মাইল ইন্ড ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলমকে সিলেটে সংবর্ধনা
Monday, July 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment